.
তোমার হাসি
ওই আগুন ঝরানো বিকেল বেলার গান
রক্তিম গাল দুটোয় ফুলে থাকা মান।
কাজল রাঙা দু চোখের মায়া,
ঠোঁটের বাজে লুকানো, প্রেমের ছায়া।
তোমার হাসি
করপল্লবে ঠাই না পাওয়া ভালোবাসা
আমার জন্য লুকানো বুকে, দুর্দিনের আশা।
ভ্রমরকৃষ্ণ কেশের ভাজে খেলা করা দামিনী,
পথ চেয়ে থাকা কোন পল্লীবালা, উদাসিনী।
তোমার হাসি
আমার কবিতা লেখার যত স্বপ্ন আলপনা
বারে বারে ফিরে আসা বাস্তব, নয় কল্পনা।
মুক্তা ঝরানো মিষ্টি মধুর কথা,
আমার তরে বিলিয়ে দেওয়া যত দুঃখ ব্যথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন