সাম্প্রতিক কবিতাসমূহ

ঘুম কন্যা

.
ঘুম কন্যা

তোমার আকাশেও কি আজ
মেঘ দিচ্ছে উকি?
ঝড়-ঝঞ্ছা-প্লাবন-বন্যা
আনিছে নতুন ঝুঁকি। 

নাকি শরতের মত প্রাণহীন
মেঘের খেলা 
গোধূলি লগনে, আবিরের রঙে 
ভাসালো ভেলা।

নাকি পরিযায়ী পাখির মত 
উড়ে উড়ে চলে 
মহাসমরের দিন সন্নিকটে, 
দিয়ে গেল বলে। 

নাকি নতুন সূর্যের, নতুন ভোর, 
আসিবে মেঘ কেটে। 
নাকি তৃষ্ণায় মোড় বক্ষখানি, 
নিদারুণ  যাবে ফেটে।

শোনো তবে ওই মেঘ বারতা 
কান পাতিয়া শোনো
দুঃখের দিন বুঝি হল অবসান 
ভয় তবে আজ কেন?

মেঘের ভাজে পাঠিয়েছি আমি 
সুখময় আশা 
বৃষ্টির ফোঁটায় পড়বে খসে, 
দুজনার ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন