তুই কেমন গো ?
-রিপন চন্দ্র বর্মন ।
তুই কেমন গো
কেমন তোর মন ?
আমায় ছেড়ে থাকতে পারিস
খুশি যতক্ষণ ।
আমার মনে ব্যথা দিয়ে
কি সুখ তুই পাস?
আমার সামনে কেন তুই
অন্যের গান গাস ।
কি নেই আমার দেওয়ার মত
সপে তোর পায়ে
এমন খেলা খেলছিস কেন
বলনা আমায় নিয়ে ।
তোর জন্য পারি আমি
এনে দিতে চাঁদ
ফেসবুকটা তোর জন্য
দিতে পারি বাদ ।
তুই যদি বলিস একবার
দিয়ে দিব জান
বেসুরো হলেও তোর জন্য
গাইতে পারি গান ।
লবণ ছাড়া তিন বেলা
খেতে পারি ভাত
না ঘুমিয়ে কাটাতে পারবো
আস্ত এক রাত ।
শীতের রাতে তোর জন্য
রব উদল গায়
একটি বার তুই শুধু
মনের ঘরে আয় ।
তুই কেমন গো,
কেমন তোর মন?
আমায় আজ ছাড়লি তুই
পেয়ে অন্য জন ।
তুই কেমন গো
কেমন তোর মন ?
আমায় ছেড়ে থাকতে পারিস
খুশি যতক্ষণ ।
আমার মনে ব্যথা দিয়ে
কি সুখ তুই পাস?
আমার সামনে কেন তুই
অন্যের গান গাস ।
কি নেই আমার দেওয়ার মত
সপে তোর পায়ে
এমন খেলা খেলছিস কেন
বলনা আমায় নিয়ে ।
তোর জন্য পারি আমি
এনে দিতে চাঁদ
ফেসবুকটা তোর জন্য
দিতে পারি বাদ ।
তুই যদি বলিস একবার
দিয়ে দিব জান
বেসুরো হলেও তোর জন্য
গাইতে পারি গান ।
লবণ ছাড়া তিন বেলা
খেতে পারি ভাত
না ঘুমিয়ে কাটাতে পারবো
আস্ত এক রাত ।
শীতের রাতে তোর জন্য
রব উদল গায়
একটি বার তুই শুধু
মনের ঘরে আয় ।
তুই কেমন গো,
কেমন তোর মন?
আমায় আজ ছাড়লি তুই
পেয়ে অন্য জন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন