চলতি কাব্য
-রিপন চন্দ্র বর্মন ।
একটি কথা মন দিয়ে
শুনে রেখো তুমিও
এ যুগের প্রেমিক আমি
নয়তো পূর্বের
তুমি যদি তোমার ভাবনায়
থাকতে পার অটল
আমি কেন মিছে ঘুরে
তুলব বল পটল?
আমার ও তো নিজের বলে
আছে কিছু কিছু সাধ
মনটা আমার প্রেমে ভরা
নয় ছলনার খাঁদ ।
'তোমার জন্য মরতে পারি'
এটা এখন শেষ
তোমার সাথে ব্রেকআপ করে
এইতো আছি বেশ ।
শুনে রেখো তুমিও
এ যুগের প্রেমিক আমি
নয়তো পূর্বের
তুমি যদি তোমার ভাবনায়
থাকতে পার অটল
আমি কেন মিছে ঘুরে
তুলব বল পটল?
আমার ও তো নিজের বলে
আছে কিছু কিছু সাধ
মনটা আমার প্রেমে ভরা
নয় ছলনার খাঁদ ।
'তোমার জন্য মরতে পারি'
এটা এখন শেষ
তোমার সাথে ব্রেকআপ করে
এইতো আছি বেশ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন