সাম্প্রতিক কবিতাসমূহ

হে নবীন

 হে নবীন
-রিপন চন্দ্র বর্মন ।
 
হে নবীন, এসো তোমরা
নব শিক্ষার ছায়াতলে,
নতুন প্রভাত এনে দিবে
দুষ্ট তিমির পদদলে ।

এসো তোমরা প্রত্যয় নিয়ে
জ্বালবে নতুনের আলো,
দূর করবে সমাজ থেকে
কুশিক্ষা নামের কালো ।

এসো তোমরা হাতে নিয়ে
জ্ঞানের বরণ ডালা,
এই জগৎকে পড়িয়ে দিবে
সুশিক্ষারই মালা ।

তোমরা এসে সাজিয়ে দিবে
শিক্ষার কুসুম কানন
জ্ঞানের তীরে বিদ্ব করবে
দুষ্ট দশানন ।

তোমাদের আগমনে হাজার কুসুম
পাপড়ি দিবে মেলে,
রাত্রি শেষে পুব আকাশে
রক্তিম সুর্য্য দোলে ।

সুশিক্ষার এই আঙিনাটা
তোমরা করবে ধন্য
শিক্ষাটাকে তোমরা কভূ
ভাববে না তো পন্য ।

নব সাথিরা শপথ কর-
বল,
পুষ্পিত বিশ্ব চাই
হানাহানি ভুলে, ব্যাথার গ্লানি মুছে,
এসো মুক্তির পাল উড়াই ।

৪টি মন্তব্য: