সাম্প্রতিক কবিতাসমূহ

প্রতিদিন তোমায় নতুন করে ভালোবাসি

উত্তর আধুনিকতার নৈরাশ্যবাদ পায়ে ঠেলে

নতুন করে বাচঁতে শিখি প্রতিনিয়ত

প্রতিনিয়ত নিজেকে গড়ি অন্তহীন ভাঙা গড়ায়

আজানুলম্বিত হতাসার বুকে

পরশুরামের কুঠার ব্যবচ্ছেদ করে প্রেমের তাজমহল

বেরিয়ে আসে হাসি, প্রেম আর দ্রোহ-

তাই,

আমি প্রতিদিন তোমায় নতুন করে ভালোবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন