সাম্প্রতিক কবিতাসমূহ

আছো হৃদয়ের বাঁকে

আছো হৃদয়ের বাঁকে
-- রিপন চন্দ্র বর্মন

আমার কাছে তুমি দেবী সরূপা এক নারী,
তোমার তুলনা,উপমা, তাই সহজে দিতে নারি।

কদমের পাপড়ী তুমি বৃষ্টির সাথে মিতা,
মেঘবরন কেশের মাঝে বাহারি বরন ফিতা।

কাননের কুসুম তুমি আগুন লাগা রঞ্জন,
প্রজাপতি হয়ে আমি করি তাতে গুঞ্জন।

নও আকাশের চাঁদ তুমি অতি দূরে থাকে,
লুকিয়ে আছ তুমি মোর হৃদয়ের ই বাঁকে।।

বিফল জনম যাবে, তোমি যদি না হও মোর,
তুমি তো আধার বিদারিত রাঙা ঐ ভোর।।

আমার সারা দিনমান আবর্তিত তোমাকে ঘিরে,
তুমি ই তো একটি মোর, মনের ছুট্ট নীড়ে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন