♥তুমি♥
রিপন চন্দ্র বর্মন
তুমি
এমন হেসে
মনে এসে,
এলোমেলো করলে সব
তোমার ছোঁয়াতে, পুলক জাগে
পাখি করে রব ।
ঐ
ভ্রমর কৃষ্ণ কেশে
চাতক উঠে হেসে,
দেয়া ভেবে করে ভুল ।
রূপে তুমি অপরূপা হায়
অনে হয়না তুল ।
তব পদ ভারে
মেদেনী হাসে-
সুখ হয় ঘাসে
বনফুল হয় কুটিকুটি
যাবে রসাতল,পৃথিবীর সকল
কর যদি রাগে ভ্রুকুটি ।
চলার ধরন দেখে
খঞ্জন মরে দুখে
তুমা থেকে শ্রেষ্ঠ আছে কেবা
মনে মনে আমি সপেছি মন
আপন আমারে করবা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন