সাম্প্রতিক কবিতাসমূহ

দুটো ব্যর্থানুপদ্য

দুটো ব্যর্থানুপদ্য

১.
ভেবেছিলাম বানাবো তুকে
আমার ভাতিজার কাকি
কিন্তু পাষানী তার আগেই
দিলিরে তুই ফাঁকি ।

২.
আমি ছিলাম ঘুড়ি
তুই ছিলি নাটাই
প্রয়োজন শেষ, তাই
করে দিলি ছাঁটাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন