সাম্প্রতিক কবিতাসমূহ

আমার বিশ্বাস আছে

আমার বিশ্বাস আছে
তুমি ফিরবে।
যে অন্ধকার আগুন নিয়ে তুমি খেলছো
তা একদিন শেষ হবেই।
আমাকে অবহেলা করে,
যে ভুল পথে তুমি পাড়ি জমিয়েছো
এক দিন ঠিকই বুঝবে
সেই পথ তোমার নয়।
যেই মোহে তুমি বকুল বিছানো
কাটাভরা পথে হাটছো,
সেই মোহ একদিন ঠিকই উবে যাবে
কর্পূরের মতন।

আমি ভালোবেসেই
তোমায় অভ্যর্থনা জানবো সেই দিন
যে দিন তুমি ফিরবে তোমার
আপন নীড়ে,
চিনে নিবে আমায়
শত ভুল মানুষের ভীড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন