সাম্প্রতিক কবিতাসমূহ

প্রিয়া সাহা

. প্রিয়া সাহা

আমাদের প্রিয়া সাহা সারা দিন ফেসবুকে।
খাবারের ছবি যত আপ্লোডায় মহা সুখে।
হাপুসহুপুস যা খায় দিন থেকে প্রতিদিন
এত টাকা পায় কই, নেয় কি ব্যাংক ঋণ?
পেট তার কত বড়? গেল সব রসাতল
যদি খাবার না পায়, আপ্লোডায় শুধু জল।
ফেসবুকের টাইমলাইন ঢেকে থাকে খাবারে
গ্যাস কি হয় না কভু, তার মহা জাবারে
প্রতিদিন এত খাবার কোথা থেকে পায় সে
ডেটিংএ প্রতিদিন কেবা নিয়ে যায় যে?
বিদেশি খাবার যত, নাম তার বাহারী
নিরামিষ খায় না যে, শুধু আমিষ আহারী

দেখে মোর ফাটে বুক পেতাম যদি আহা রে
হাপুসহুপুস খেয়ে নিতাম , কি সুখ আহারে
ট্যাকে মোর টাকা কম, যাই রমেশ পোদ্দারে
বন রুটিতেই থামায় রাখি, পেটের দুষ্টু যোদ্ধারে
প্রিয়া সাহা চালিয়ে যাও, থেমো না তো কোন দিন
খাবারের ছবি দিয়ে,মোর বুকে ডুকাও পিন    


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন