সাম্প্রতিক কবিতাসমূহ

জয় শারদাঞ্জলি

জয় শারদাঞ্জলি
-রিপন চন্দ্র বর্মন ।

বাংলার প্রতি ঘরে আজ একই কথার বোল
শারদাঞ্জলি ফুটাবে এবার, নির্মল জ্ঞানের ফুল ॥

অন্ধকারে ছিল যারা, দেখবে আলোর মুখ
নির্যাতিতকে ভুলিয়ে দিবে না পাওয়ার দুখ ॥

প্রতি ঘরে পৌঁছিয়ে দিবে, গীতা মাতার আলো
শিখিয়ে দিবে সব প্রাণীকেই বাসি যেন ভাল ॥

মানবতার সেবায়; যত সারথি নিয়োজিত
শ্রম- সেবা আর মেধা দিয়ে ধরা করবে প্রীত ॥

হারতে নয় বাঁচতে শেখায় শারদাঞ্জলির শিক্ষা
ন্যায্য দাবি ছিনিয়ে নিব মাগবো না তো ভিক্ষা ॥

সনাতনীর মুখে মুখে শারদাঞ্জলির নাম
পৃথিবীতে গড়ে তুলব নব বৃন্দাবন দাম ॥

এসো যত তরুণ সবে শারদাঞ্জলির ছায়া তলে
সুর মিলাও এক সাথে জয় শারদাঞ্জলির বলে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন