সাম্প্রতিক কবিতাসমূহ

শিব

শিব
-রিপন চন্দ্র বর্মণ

আজ আমি একা নই
নই দূর্বল ভীত্ চিত্ত
সারথীদের হাত ধরে নাচি আমি
হয়ে উন্মুক্ত ॥

আমার পাশে আজ সারথী সব
হাতে রেখেছে হাত
শ্যামা মায়ের খড়গ হাতে
অসুর কপোকাত ॥

ক্ষুদা কে আর করবো না ভয়
হেরব না ভ্রূকুটি
চতুর্দিকে রয়েছে আজ লক্ষ
সারথীর জুটি ॥

আমি আজ একা নই
দূর্বল চিত্ত জীব ।
ত্রিশুল হাতে পাশে আছে
শারদাঞ্জলির শিব ।
(শিব : শুভ, মঙ্গল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন