সাম্প্রতিক কবিতাসমূহ

জগাবাবুর পণ

জগাবাবুর পণ
-রিপন চন্দ্র বর্মন

জগা বাবু পণ করেছে
হবে ভীষণ জ্ঞানি
এখন থেকে পান করে নয়
চিবিয়ে খাবে পানি।

চর্ব চুষ্য লেহ্য পেয়
এক সাথে সে পাবে
পানি খেয়েই মাশাল্লাহ
পেটটা ভরে যাবে।

খাওয়ার চিন্তা দূর হলেই
হবে আসল জ্ঞান
একদিন সে ঠিকই হবে
বুদ্ধির মস্ত ভ্যান।

এখানেও যে জগা বাবুর
কারিশমা যে অতি
জাহাজ সে হবে না মোটেই
পানিতে তার ক্ষতি।

হলকা মৃগী রয়েছে তার
পানিকে করে ভয়
জাহাজ নয়, ভ্যান হয়েই
বিশ্ব করবে জয়।

বিশ্বটাকে জয় করে সে
রাখবে সাজিয়ে ঘরে
প্রতিবেশীদের বলে রোজই
দুঃখ বুঝে কি পরে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন