সাম্প্রতিক কবিতাসমূহ

বসন্ত

বসন্ত
-রিপন চন্দ্র বর্মন

অন্ধকারে ডাহুকের গানে, জেগে উঠে কি সুর?
এ যে আমার বাংলাদেশ, সোনায় মোড়া স্বর্গপুর।

লোকচক্ষুর অন্তরালে,  কালো কোকিল কি বলে?
বসন্ত এলো বুঝি, ঘরে এখন থাকা কি চলে?

ব্যস্ত আজ বুলবুলিটা, জামের রসে রাঙাবে মুখ
প্রজাপতি ফুলে ফুলে, পাচ্ছে যেন স্বর্গসুখ।

মৌমাছি সব ব্যস্ত আজি, দম ফেলানোর নেই সময়
দক্ষিনা বাতাস ঘাসের বুকে, আহা, কি যে ছন্দে বয়।

বৃক্ষরাজি নতুন সাজে,  হরিৎ বর্ণে সাজালো ধরা,
আমের বনে মুকুলের ঘ্রাণে, মনটা আজ পুর্ণ ভরা।

কত রঙের ফুল ফুটেছে, সেজেছে কত সাজে
এই বসন্তে ব্যস্ত সবাই, নতুন করে রাঙানোর কাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন