আপা নামা
-রিপন চন্দ্র বর্মন
“আপা ডেকেছো ভুল করেছো
ডাকতে হবে ম্যাডাম,
সরকারি কর্মকর্তা আমি
জানো কতো হ্যাডাম?
ডাকতে হবে ম্যাডাম,
সরকারি কর্মকর্তা আমি
জানো কতো হ্যাডাম?
আমার কথায় সবটি হয়
স্বাক্ষরে চলে দেশ
আমার প্রতি তোমার কিনা
শ্রদ্বা নাই এক লেশ?
স্বাক্ষরে চলে দেশ
আমার প্রতি তোমার কিনা
শ্রদ্বা নাই এক লেশ?
জানো কত কাজ করি?
সকাল সন্ধ্যা দুপুর
সরকারি কর্মকর্তা আমি
পায়ে পরি না নূপুর!”
সকাল সন্ধ্যা দুপুর
সরকারি কর্মকর্তা আমি
পায়ে পরি না নূপুর!”
“স্মিত হাস্যে মনে পরে
শৈবাল শিশিরের কথা
এখানে তার যথার্থ প্রয়োগ
যেথায় ছিলো যথা।
শৈবাল শিশিরের কথা
এখানে তার যথার্থ প্রয়োগ
যেথায় ছিলো যথা।
আমাদের টাকায় খায় পরে
আমাদেরই বলে তুই
আমাদের টাকায় ধনী তারা
বাড়িঘর আর ভুঁই।
আমাদেরই বলে তুই
আমাদের টাকায় ধনী তারা
বাড়িঘর আর ভুঁই।
আমাদের ট্যাক্সে চলে যেহেতু
আমাদের বলবে স্যার
এটাই হওয়ার কথা ছিলো
হলো কোথায় আর?”
আমাদের বলবে স্যার
এটাই হওয়ার কথা ছিলো
হলো কোথায় আর?”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন