সাম্প্রতিক কবিতাসমূহ

সমঝোতা

সমঝোতা
-রিপন চন্দ্র বর্মন

ধুপছায়ায় খেলো তুমি, কানামাছি খেলা
অতলের তল খুঁজতেই আমার কাটে সারা বেলা।
রাতের আধারে জোনাকি খুঁজ তুমি
খুঁজ আশার আলো
রাতকে আমি রাতই দেখি
দেখি, নিকশ কালো।।
ডাহুকের ডাকে যখন তুমি
খুঁজে ফিরো প্রাণ
আমার কাছে নিছক উৎপাত
ঘুম ভাঙানো গান।
স্বপ্ন আমার যখন বুনে ভবিষ্যতের পথ
তুমি তখন হাসির তুড়ে চালাও সুখের রথ।।

সকাল যখন আমার কাছে নতুন দিনের আশা
তোমার কাছে মায়াময় প্রজাপতির ভালোবাসা।
দিন কাটে আমার মরিচিকায়
আশা-ভরসার খেলায়
তুমি তখন স্বপ্ন নিয়ে
ওঠো মনের ভেলায়।
যাচ্ছো ভেসে ঐ সুদূরে, কেয়া বনের ধারে
তোমার আমার ভেলা ভিরে, সমঝোতার তীরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন