সাম্প্রতিক কবিতাসমূহ

যদি বন্ধু-ই হতাম


যদি বন্ধু-ই হতাম
  --রিপন চন্দ্র বর্মন

যদি বন্ধু-ই হতাম
ক্ষতি কিবা হতো?
সব বাঁধা পায়ে মাড়িয়ে
ছুঁটতাম নিজের মতো।

নিজেই আমরা নিজেদের
ঠকাচ্ছি অবিরাম,
খুঁজে নিতে পারছিনা আজো
নিজেদের সঠিক ধাম।

সংকীর্ণতা নাকি ভয়-ভাবনা
কূল হারিয়ে খুঁজো?
নিজেকে আগে বুঝে নাও তুমি
তারপর আমায় বুঝো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন