আমার আমিকে ফিরছি খুঁজে অহর্নিশি
দিনে দিনে হচ্ছি কেন আজ পাতালবাসী
ছুটে যাচ্ছি দূরান্তের ঐ হাতছানিতে
ডুবেও যেন মরছি না অথৈ পানিতে।
চারকোনা বাক্সে বাঁধা তনুমন
দেহের ভিতর মন কাঁদে ক্ষনে ক্ষন।
আমার আমিকে ফিরছি খুঁজে অহর্নিশি
দিনে দিনে হচ্ছি কেন আজ পাতালবাসী
ছুটে যাচ্ছি দূরান্তের ঐ হাতছানিতে
ডুবেও যেন মরছি না অথৈ পানিতে।
চারকোনা বাক্সে বাঁধা তনুমন
দেহের ভিতর মন কাঁদে ক্ষনে ক্ষন।
nice
উত্তরমুছুনএত সুন্দর একটি প্রেমের কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ.
উত্তরমুছুন