আজ আমারই মতন হবে তোমার প্রয়ান দিনের গান
জানি আজি কে অনেকেই তোমার ভাঙাবে মান|
আমি হাসবো সুদূরে পানে চাহিয়া নিরব আখি |
এই দিনে বেলা শেষে তোমারও হায় থাকবে কিছু বাকি ৷
যেদিন তুমি হৃদয় খুলিয়া খুজেছিলে ভালোবাসা,
সে দিন কি হায় ঘুনাক্ষরেও বুঝেছিলাম সর্বনাশা |
আজি কে তবে কেন এত ছড়াইছো মায়া?
জানো না নষ্ট আমি, নষ্ট মন ও কায়া |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন