সাম্প্রতিক কবিতাসমূহ

নিশিথে চল যাই হারিয়ে বাড়িয়ে দাও হাত

নিশিথে চল যাই হারিয়ে বাড়িয়ে দাও হাত
তারার আলোয় চিনে নিবো নিকশ কালো রাত |

ছায়াকেও আজ দিবো ছুটি শুধুই তুমি আমি,
ভাস্বর ভুলে অথৈ কালো তারার আলোই দামি।

হাতের পরে হাত রাখবে কাধে রাখবে কাধ
প্রাচীন প্রেমে দুটি দেহের থাকবে না তফাৎ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন