সাম্প্রতিক কবিতাসমূহ

সৃষ্টির সেরা মানুষ

বড় লোকের কবি তুমি
গরীবের জালিম
অর্থ দেখলে দু'চোখ তোমার
নর্দমাময় ডালিম।

নির্যাতিতের সামনে বীর হও
ক্ষমতার সামনে ক্লীব,
ঘৃনায়; তোমার লকলক করছে
পা’ চাটা জিভ।

হিমাদ্রি সম চঞ্চু তোমার
খুঁড়তে পারো সবি,
আস্তাকুঁড়ে নাস্তা খুঁজ; তুমি
বিষবাস্পের কবি।

একা থেকে একাই তুমি
উড়াও লোভের ফানুশ
জানো না? আমি গরীব হলেও
সৃষ্টির সেরা মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন