. মান ভাঙার গান
-রিপন চন্দ্র বর্মন
সখি
আজকে তোমার মান ভাঙাবো
খেলিবো হাসি রঙে
দেখিব সব অধরা যত
হাসো কোন ঢঙে।
তারায় তারায় রটিয়ে দিবো
দোহাকার প্রেম,
লজ্জা রাঙা কপোল দেখে
মুখ লুকাবে হেম।
সখি
স্পর্শে তুমি উন্মাদ হবে
সপিবে দেহ মন
আজ নিশিতে তোমার সনে
খেলিবো কামের রণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন