হাজার বছরের তৃষ্ণা মিটাই-
তোমার নবঘনমেঘাবৃতকেশে।
এসো, হারাই আজ-
তোমার কাজলটানা চোখের দেশে।
দীঘির অতল ভালোবাসায়
মুক্তা কুড়াই চলো-
কি জাদু ঐ ভ্রূ-বিলাসে
না বলেও অনেক কিছু বলো।
জহুরি না হয়েও, স্বর্ণপাথর
চিনতে করি নি ভুল,
রিক্ত হস্তে খোপায় দিলাম তাই
নাগচাঁপা ফুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন