সাম্প্রতিক কবিতাসমূহ

শব্দহীন বজ্রবিদ্যুৎ

 মেঘে শুধু আকাশ ঢাকা থাকে না

তুমি খুঁজ নিয়ে দেখো, 

আমার হৃদয় আকাশও মাঝে মাঝে

কালো মেঘে ঢাকা থাকে।


বিদ্যুৎ চমকানো দেখে তোমার দুচোখ

হয়তো আঁচলে লুকাও ভয়ে।

হয়তো সরে যাও কোন নিরাপদ স্থানে।

কিন্তু তুমি হয়তো জানো না,

আমার সমস্ত আকাশ জুড়েই

প্রতিনিয়ত খেলে যায়-

শীতল, ভয়ংকর শব্দহীন বজ্রবিদ্যুৎ।


শুধু আকাশে না,

দমকা হাওয়ায় আমার দেহের

এপাশ থেকে ওপাশ ছুঁটে বেড়ায়

কাল বৈশাখির তুখোড় মাতাল ঝড়।

তোমার উদ্বাহু অঙ্গুলি নির্দেশে,

এক নিমেষেই থামতে পারে তা।

কিন্তু তুমি তো বাড়ানোর ওস্তাদ;

থামাতে জানো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন