সাম্প্রতিক কবিতাসমূহ

শব্দোত্তর ভালোবাসা

 এমন শব্দোত্তর তরঙ্গে কেনো ডাকো

কেন মুর্হুমুহু ভাসাও সুখের বানে

এমন বাঁধভাঙা ভালোবাসার জলে

তৃপ্ত হয়েছি আবক্ষ স্নানে


এমন ছলছল হাসি উচ্ছ্বল আলোয় 

তনু-মন আদিম খেলায় নেশাতুর

আবিস্কারের আশায় ভালোবাসার পরশ

দীর্ঘ যামিনী নিমেষেই হলো ভোর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন