এমন শব্দোত্তর তরঙ্গে কেনো ডাকো
কেন মুর্হুমুহু ভাসাও সুখের বানে
এমন বাঁধভাঙা ভালোবাসার জলে
তৃপ্ত হয়েছি আবক্ষ স্নানে
এমন ছলছল হাসি উচ্ছ্বল আলোয়
তনু-মন আদিম খেলায় নেশাতুর
আবিস্কারের আশায় ভালোবাসার পরশ
দীর্ঘ যামিনী নিমেষেই হলো ভোর।
এমন শব্দোত্তর তরঙ্গে কেনো ডাকো
কেন মুর্হুমুহু ভাসাও সুখের বানে
এমন বাঁধভাঙা ভালোবাসার জলে
তৃপ্ত হয়েছি আবক্ষ স্নানে
এমন ছলছল হাসি উচ্ছ্বল আলোয়
তনু-মন আদিম খেলায় নেশাতুর
আবিস্কারের আশায় ভালোবাসার পরশ
দীর্ঘ যামিনী নিমেষেই হলো ভোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন