ব্যাথার নীল
-রিপন চন্দ্র বর্মন
কত কিছু দেখো তুমি!
এই বিশ্বে যা কিছু চর্ম চক্ষু দ্বারা দেখা যায়
সবই দেখো তুমি।
এই সুনীল আকাশ দেখো
পাহাড় দেখো
পাখি দেখো
নদী দেখো
সাগরও দেখো
শুধু আমাকে দেখো না।
আমার হাহাকার দেখো না।
হৃদয়ের আকুতি দেখো না।
কত কিছু জানো তুমি!
জীবনে যা না জানলেই নয়
তার সবই জানো তুমি।
এই আকাশ কেন নীল
তা তোমার জানা
এই দরিয়ার পানি কেন নীল
তাও জানো তুমি।
কেন বৃষ্টি হয়
তাও তোমার জানা
শুধু জানো না আমার হৃদয় কেন
নির্মম ব্যাথায় নীল।
শুধু জানো না
আমার হৃদয় আকাশ থেকে
কেন বৃষ্টি ঝরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন