সব পঁচে গেছে
-রিপন চন্দ্র বর্মন
তোমার স্মৃতি-বিস্মৃতি, হাটাহাটি-কাটাকাটি
বেবাগ বাদ, থাকুক স্বাদ কিছু নিকোটিনের।
পুড়া বুক, উসখুশ, সারারাত হাতে স্বপ্ন-দুঃস্বপ্ন
হাসে-কাঁদে, খেলে-খেলায়, দুলে-দুলায়
পুড়ে-পুড়ায়, উড়ে-উড়ায় বুদ আদিম রসে।
বিষ আজ আমার কিছুই করতে পারে না
দেহের অন্দরে যত অন্দরেই ডুকে–
কূল পায় না। হাতরে ফিরে অলিগলি,
চিপা, অন্ধকার বিদগুটে রাস্তা।
সব পঁচে গেছে।
চোখ, ঠোট, ঘার, গলা উন্নত বুক
সব আজ অধরার সাধনে মত্ত।
আঙ্গুলের ডগায় প্রেম জাগে না আর
চোখের তারায় প্রেম নাচে না আর
হৃদপিন্ডে প্রেমের ঢেউ খেলে না আর
সব উদাও কালের গহ্বরে, হা করে খাচ্ছে
মস্তিকের সজীব নিউরন।
ভুলিয়ে দিচ্ছে তোমার স্মৃতি-বিস্মৃতি
হাটাহাটি-কাটাকাটি,
দুজনার রাত জাগা, কিছু মন্দ লাগা
আর অনেকখানি ভালো লাগা।
2/18/2023
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন