সাম্প্রতিক কবিতাসমূহ

শূণ্য

 

চাওয়া পাওয়ার সম্পর্ক ঘুচিয়ে দিয়েছো সেই কবে

এভাবে প্রাণ খুলে আর কখনো দুজনার কথা হবে?

এভাবে আবদারের সুর আর শুনবে না তুমি কানে

হাসি-আনন্দ রইলো না আর জীবনের কোন গানে।

এই পৃথিবীর দুই প্রান্তে হয়তো দুজন হারিয়ে যাবো

বিষণ্ন ধরণীর বুকে হয়তো দুঃখটাই  শুধু পাবো।




1 টি মন্তব্য: