শারদাঞ্জলি তুমি
-রিপন চন্দ্র বর্মন ।
শারদাঞ্জলি তুমি,
দীপ্ত যুবকের উত্তাল মধুর কথা ।
শারদাঞ্জলি তুমি,
ঘুঁচিয়ে দাও না পাওয়া যত ব্যাথা ।
শারদাঞ্জলি তুমি,
অমর প্রাণের তাজা কিছু সুর
তোমার দ্বারাই আসবে ধরায়
_____নতুন রাঙা ভোর ।
শারদাঞ্জলি তুমি,
কাজ করে যাও; শান্তি আনার তরে
একদিন তোমার সারথী হবে
_____পৃথিবীর ঘরে ঘরে ।
শারদাঞ্জলি তুমি,
মনের কথার উজ্জল প্রতিরূপ
তোমার প্রভাবে অশিক্ষা যত
_____হয়ে যাবে চুপ ।
শারদাঞ্জলি তুমি,
শিখিয়েছ মোদের না হারার গান
ধৈর্য শক্তি কোমলতা
_____দু' হাতে করেছ দান ।
শারদাঞ্জলি তুমি,
অমর কথা উজ্জল কিছু বোল
তোমার সারথী দিকে দিকে আজ
_____ফুটিয়েছে ধর্মের ফুল ।
শারদাঞ্জলি তুমি,
সনাতনের শক্তি, অধিকার রক্ষার ভাষা
তোমার কাছে রইলো মোদের
_____নতুন ভোরের আশা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন