কার আকাশের ঘুড়ি তুমি আমার আকাশে উড়ো?
কার বুকের দুঃখ করলে আমার বুকে জড়ো?
কার ব্যাথার কান্না হয়ে কাঁদো দিবা রাত্রি?
কোনবা পথে যাচ্ছো তুমি? হয়েছো কিসের যাত্রী?
যাত্রা পথে আমায় পেয়ে নিয়েছো সঙ্গী করে
ছেড়ে দিবে খুবটি জানি, সুখের রাঙা ভোরে।
দু দন্ডেই নিয়েছো কি লুটে মনের যত হাসি?
দ্বিদ্বা রেখে কি মনের ভিতর, বলেছো ভালোবাসি?
আমি নাহয় একলা মানুষ, পথের দ্বারেই ফুটি
একটু খানি সুখ দিলেইতো কান্নাকে দেই ছুটি।
সেই ভোলা মনে কার দুঃখ দিয়েছো তুমি ঠাই?
তোমার থাকলেও, তুমি ছাড়া মোর অন্য কেহ নাই।
পথের মাঝে ধরেছো-ই যখন দুটি হাত মোর
কথা দিলাম থাকবই পাশে নাইবা আসুক ভোর।
visit their website Lace Wigs,wigs for women,wigs,Lace Wigs,hair toppers,hair extensions,Lace Wigs,wigs,hair toppers Related Site
উত্তরমুছুন