সাম্প্রতিক কবিতাসমূহ

বেলা ফুরাবার আগে

আমি আমার দিকেই হেটে আসি বারংবার
হেটে হেটে ক্লান্ত, তবু ফুরায় না দম
            বেলা ফুরাবার আগে,
আমি দেখে যেতে চাই এই কোলাহল
এই ক্লান্ত পীচ-ঢালা পথে
আমি আমার আজন্ম পিপাসিত ব্যস্ততা
            রেখে যেতে চাই।


ফুটপাথে লজ্জায় লুটিয়ে থাকা কৃষ্ণচুড়া
উদ্বাহু ক্রন্দনরত ছোট শিশুর ন্যায়
            চিৎকার করে বলছে
আমি আমার ঋণ শোধ করে
এই পৃথিবী ছাড়তে চাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন