খুঁজে দেখো পাবে
-রিপন চন্দ্র বর্মন
পাবে আমায় ঘুম ভাঙা সকালের শান্ত শীতল সমীরে
পাবে আমায় আগুন ঝরা তপ্ত রোদের দুপুরে।
পাবে আমায় মেঘের ছাঁয়ায়,
কিংবা কোন পাখির মায়ায়,
জরিয়ে রবো তোমার ঐ রাঙা পায়ের নুপুরে।
খুঁজে দেখো পাবে আমায় তপ্ত কোন দুপুরে।
একাকি কোন বিকালবেলায়, পাবে আনমনে
জরিয়ে রবো লতায়-পাতায় তব মনের কোনে।
ঝিঁঝিঁ ডাকা সাঝের বেলা
পাখ-পাখালির জমবে মেলা
তখন আমি থাকবো পাশে তোমার মনে মনে
খুঁজে দেখো মনে তোমার সাঝের কোন ক্ষনে।
দ্বি-প্রহরের ঐ তমানিশায় স্বপ্নে আমায় পাবে
দুঃখগুলো ভালোবাসায় অচিনপুরে যাবে।
মনে মনে থাকবো মিশে
কষ্টগুলো পায়ে পিশে,
অনন্তকাল মনের মাঝে সুখের বাতাস রবে
কানে কানে দক্ষিনা সমীর প্রণয়ের কথা কবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন