সাম্প্রতিক কবিতাসমূহ

তোমার চোখে আমার ছাঁয়া

 তোমার চোখে আমার ছাঁয়া

 -রিপন চন্দ্র বর্মন

হাত বাড়িয়ে না পেলেও মন বাড়ালেই পাবে

থাকবো আমি জড়িয়ে তোমায় যেখানেতেই যাবে।

ছায়া তোমার, কায়া তোমার দখল আমার সবই

যেনে রেখো আমি হলাম শুধুই তোমার কবি।

পাতায় পাতায় একে দিবো তোমার রূপের ছায়া

শেষ হবে না এক জনমে তোমার প্রতি মায়া।

পাশে যদি নাইবা পাও, জানবে আমি আছি

তোমার শ্বাসই আমার শ্বাস তোমার মায়ায় বাঁচি।

চোখে আমার ছাঁয়া তোমার সারা ক্ষনই ভাসে

থাকবো আমি অনন্তকাল তোমার আশেপাশে।

রাখো যদি অন্তরে তোমার ধন্য আমার পাওয়া

ভালোবেসো জনমভর এইতো আমার চাওয়া।


 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন