সাম্প্রতিক কবিতাসমূহ

অবহেলার চিঠি

 

অবহেলার চিঠি

-রিপন চন্দ্র বর্মন


এই বসন্তে গোটা এক শিমুল বাগান

তোমাকে উৎসর্গ করলাম।

বাগানের ফুলগুলোও উৎসর্গ করলাম

বলবো  না যতনে রেখো, 

বলবো না আগলিয়ে রেখো,

গোপনে রাখতেও বলবো না।

শুধু বলবো-

আমাকে যেভাবে রেখেছো 

তারচেয়ে একটু ভালো রেখো।

 


এই বসন্তের দখিনা বাতাসের উত্তাল হাওয়া

তোমাকে লিখে দিলাম,

ইচ্ছা হলে-

তোমার কৃষ্ণকেশ সেই হাওয়ায় দোল খেলিও

তোমার উড়নায় মায়া মেখে 

আমার জন্য পাঠিয়ে দিও।

ইচ্ছা হলে তাড়িয়ে দিতে পারো,

অচ্ছুত ভেবে অবহেলা করতে পারো,

শুধু তোমার গায়ের গন্ধ মাখাতে ভুলো না

এ বাতাস যে আমার বাতাস,

তোমার গায়ের গন্ধ নিতে পাঠিয়েছিলাম।

 

 


 




1 টি মন্তব্য: